Nadia

Mar 13 2023, 16:12

নদীয়ার নাকাশিপাড়ায় বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য


নদীয়া: নদীয়ার নাকাশিপাড়ায় বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ মূর্তি বিক্রি করে খেয়ে নেবে তৃণমূল নেতারা।

নদীয়ার নাকাশিপাড়া থানার বেজপাড়া গ্রামে গর্ত খুঁড়তে গিয়ে তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার বাসিন্দা টুসি সর্দারের বাড়ি থেকে মূর্তি তিনটি উদ্ধার হয়। জানা গিয়েছে গতকাল বাঁশ পোতার জন্য টুসি সর্দারের বাড়ির লোকজন শাবল দিয়ে গর্ত খুঁড়তে যান। গর্ত খোঁড়ার সময় শাবলের আঘাতে শব্দ হতেই তাদের সন্দেহ হয়। এরপরই তারা ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়তে শুরু করেন।

তখন তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। এতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতাদের দাবি মূর্তি গুলোর সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। অথবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক। বিজেপির দাবি অবিলম্বে মূর্তি গুলো ওখানে থাকে সরানো হোক না হলে তৃণমূল নেতারা চুরি করে খেয়ে নেবে।

Nadia

Mar 12 2023, 15:31

কালীগঞ্জে বিপুল পরিমাণ বিষ্ফোরক ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতী


পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনার রেশ কাটতে না কাটতেই কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিষ্ফোরক ও আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানার তাজনগর ঘাট এলকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুষ্কৃতীরা দুটি মোটরবাইকে চেপে মুর্শিদাবাদের রামনগর ঘাট পার হয়ে তেজনগর হয়ে কালীগঞ্জে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে  ৯.৫কেজি বোমার মশলা, দুটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হলো নবদ্বীপ থানার ফকিরডাঙার তৈয়ব আলী শেখ ও নজরুল ইসলাম এবং মুর্শিদাবাদের শক্তিপুর থানার নিজাম উদ্দিন সেখ ও উকিল শেখ।

উল্লেখ্য সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি সহ তিন সিভিক ভলেন্টিয়ার ও গাড়ির চালক আহত হয়। এরপর থেকেই ওই এলাকায় বেআইনী অস্ত্র ও বোমা উদ্ধার করতে তল্লাশি চালাচ্ছে পুলিস।

Nadia

Mar 11 2023, 15:44

নদীয়ার কৃষ্ণগঞ্জে একটি বিদ্যালয়ে তৃণমূলের দাদাগিরি, দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে বাধা


নদীয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া রেলবাজার হাই স্কুলে গতকাল ধর্মঘটের প্রভাব পড়েছিল মারাত্মকভাবে । বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষিকা আসেননি । আসেননি কোন ছাত্র-ছাত্রী । ফলে স্কুল সম্পূর্ণরূপে বন্ধ ছিল । আজ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসেন অন্যদিনের মতোই । ট্রেন দেরি থাকার জন্য কিছু শিক্ষক শিক্ষিকা কিছু সময় দেরিতে পৌঁছান স্কুলের সামনে ।

এর প্রতিবাদে তৃণমূলের কিছু লোকজন বিদ্যালয়ে দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে দেননি । যদিও প্রধান শিক্ষক বলেছেন যারা ঢুকতে দেননি তারা ভুল করে ঢুকতে দেননি । কারণ তারা নিয়ম জানেন না । বিদ্যালয়ের নিয়ম মাফিক শিক্ষার আসলেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন দুজন শিক্ষককে বিদ্যালয়ের কাজে পাঠানো হয়েছিল তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলও ছড়িয়েছে । শিক্ষক মহলে দাবী গতকাল তারা বিদ্যালয়ে না আসার জন্যই আজ তৃণমূলের কিছু লোকজন এই ধরনের কাজ করেছেন ।

Nadia

Mar 11 2023, 15:10

পঞ্চায়েত নির্বাচনের আগে চাপড়ায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

নদিয়া:শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিস। ধৃতের নাম সামিরুল সেখ। তার বাড়ি চাপড়ার বাঙালঝিতে। শুক্রবার রাতে চাপড়ার বাংলাদেশ সীমান্তবর্তী শিকড়া এলাকায় নাকা তল্লাশির সময় পুলিশ তাকে আটক করে।

তল্লাশি চালিয়ে তার কাছে থেকে একটি দেশি রিভলবার উদ্ধার হয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়।

Nadia

Mar 09 2023, 15:33

সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলনের পাল্টা প্রতিবাদী আন্দোলন তৃণমূলের ছাত্র সংগঠনের


নদীয়া:ডি এর দাবিতে ১০ মার্চ ২৮ টি সংগঠনের ডাকা কলম বনধে যাতে নদীয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা যাতে সমর্থন না করেন সেই দাবি নিয়ে আজ কৃষ্ণনগরের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করতে হাজির হল কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক যাতে আগামীদিনেও ভালো থাকে এবং স্কুল-কলেজে প্রথম পাঠান বাদ দিয়ে যাতে তারা বেতন বৃদ্ধির আন্দোলনের সামিল না হয় সেই অনুরোধ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সম্রাট পালের নেতৃত্বে আজ বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে গেল। পঠন পাঠন ব্যাহত রেখে যাতে কোন আন্দোলনের সামিল না হয় শিক্ষক শিক্ষিকারা এটাই ছিল কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র দাবী।

Nadia

Mar 09 2023, 12:42

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার নদীয়ার নাকাশিপাড়াতে


নদীয়া: আজ ভোররাতে একটি দেশি ওয়ানশটার ও দু'রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিস। ধৃতের নাম রফিকুল মোল্লা, তার বাড়ি নাকাশিপাড়া থানার পাটুয়াভাঙা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই দুষ্কৃতীর বাড়ি থেকে বন্দুক থেকে গুলি ছোঁড়ার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে গভীর রাতে তার বাড়িতে হানা দেয় নাকাশিপাড়া থানার পুলিস।

বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি ওয়ানশটার, দু' রাউন্ড গুলি ও একটি গুলির খোল উদ্ধার হয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর অভিযোগ থেকে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে কারণ কোথা থেকে এই অস্ত্র এলো আর কি কারণেই সে রেখেছিল সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ এর জন্য।

Nadia

Mar 09 2023, 10:26

ফের মহকুমা হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ


নদীয়া: ফের হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ, এবার রেভিস ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল রানাঘাট মহকুমা হসপিটাল এর বিরুদ্ধে ।কুকুর ,বিড়ালে কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে ফিরতে হলে প্রায় শতাধিক ব্যক্তিকে।কেউ,কেউ পকেটের পয়সা খরচ করে ব্যক্তিগতভাবে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে হাসপাতাল থেকে ইনজেকশন পুশকরে নিল।

শিশুরোগী সহ অনেকেই কারো প্রথম ,কারো দ্বিতীয় কারো তৃতীয় ও চতুর্থ কারোরই মিলল না এই প্রতিষেধক রানাঘাট মহাকুম হসপিটাল থেকে। ভ্যাকসিন বাজারের ফার্মেসিতে একটা ভ্যাকসিনের মূল্য ৩৯৮ টাকা, ও আট টাকার সিরিঞ্জ, কেউ নিজের পকেটের অর্থ খরচ করে ভ্যাকসিন নিল আবার কেউ খরচ না করতে পেরে ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। হাসপাতাল সুপার জানিয়েছেন এই মুহূর্তে সাপ্লাই নেই ,তবে খুব তাড়াতাড়ি সমস্যা মিটবে।

Nadia

Mar 08 2023, 17:22

নদীয়ার কালীগঞ্জে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার ঘটনারস্থল থেকে উদ্ধার বোমা


নদীয়া: কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ঘন্টার মধ্যে ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ কালীগঞ্জের মোলান্দিতে এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তারা এলাকাটি ঘিরে রেখেছেন।

বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দেখার পর জানা যাবে ড্রামে কি আছে। বোমা হলে সেগুলো নিষ্ক্রিয় করবেন তারা। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।

Nadia

Mar 08 2023, 16:38

নদীয়ার কালিগঞ্জ থানার ওসি সহ পুলিশ কর্মীদের বোমা মারার ঘটনায় গ্রেফতার আরও ২


নদীয়া:নদীয়ার কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিস। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এ নিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।

Nadia

Mar 08 2023, 16:36

মায়াপুরের ইসকন মন্দিরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার


নদীয়া: অনুব্রত মণ্ডল এখন অতীত

। আগামী দিনে আরও বড় অনুব্রত ধরা পড়বে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আজ নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে এসে একথাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।

আজ নদিয়ার নবদ্বীপের মায়াপুরের ইসকন মন্দিরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন," শাসক দল ভয় পাচ্ছেন ।অনুব্রত যদি নাম বলে দেন তবে তৃণমুল দলটাই আর থাকবে না ।এছারাও DA নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাথা কেটে নিলেও DA দিতে পরবো না। তো তার DA দেওয়ার দরকার নেই, তিনি চেয়ার ছেড়ে দিক। আমরা কেন্দ্রীয় হারে DA দেব ।এছাড়াও অনুব্রত মন্ডল প্রসঙ্গে বলেন," অনুব্রত এখন অতীত এখন আরো কত অনুব্রত আসবে "।